গাইবান্ধা থেকে অপহৃত ১৫ বছরের কিশোরীকে চট্টগ্রামের পতেঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জড়িত অপহরণকারীকেও গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব জানায়, অপহৃত কিশোরী ১০ম শ্রেশি পড়ুয়া। আসামি মো. শাকিল মিয়া (২২) বিভিন্ন সময়ে তাকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো। ওই কিশোরী বিষয়টি তার মা-বাবাকে জানায়। তারা তাদের মেয়েকে বিরক্ত না করার জন্য বিষয়টি শাকিলের বাবাকে জানান। এতে শাকিল ক্ষিপ্ত হয়ে ওই কিশোরীকে গত ২৮মে কোচিং শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা ২/৩ জনের সহযোগিতায় জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেয়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরবর্তীতে এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। পরে র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত অপহরণ চক্রের মূলহোতা মো. শাকিল মিয়া (২২) কিশোরীকে অপহরণ করে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী ইপিজেড এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণ চক্রের মূলহোতা আসামি মো. শাকিল মিয়াকে আটক করে।