ঢাকাশুক্রবার , ৩ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

গাজা সিটিকে ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েল।

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ৩, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানের দ্বিতীয় দিনেই গাজা সিটিকে ঘিরে ফেলার দাবি করেছে তারা।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এ দাবি করেছেন। আজ শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

ড্যানিয়েল হাগারি বলেন, ‘ইসরায়েলি সৈন্যরা সন্ত্রাসী সংগঠন হামাসের অবস্থানস্থল গাজা শহরের ঘেরাও সম্পন্ন করেছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলের সামিরিক বাহিনী লেখে, ‘হামাসের হাতে বন্দি শিশু, নারী ও পুরুষদের উদ্ধার করে নিজ ভূমিতে ফেরিয়ে নেওয়া আমাদের অগ্রাধিকারে থাকবে।

হামাস যাতে আর কোনো সময় ইসরায়েলিদের ওপর হামলা চালাতে না পারে তা আমরা নিশ্চিত করতে চাই। এসব লক্ষ্য পূরণে ইসরায়েলি সেনাবাহিনী সব করবে।’

এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশন্ত্র সংগঠনটির কাশেম ব্রিগেড বলেছে, ‘গাজা ইসরায়েলের জন্য একটি অভিশাপ হবে। এখানে আক্রমণকারী সৈন্যরা ‘কালো ব্যাগে’ বাড়ি ফিরে যাবে।’

এদিকে, আজ সকালেও ফিলিস্তিনি ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিত তীরের শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় চারজন নিহত হয়েছে।

দেশটির হামলায় এ পর্যন্ত অন্তত ৯ হাজার ৬১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বিপরীতে হামাসের হামলায় এক হাজার ৪০০ এর বেশি ইসরায়েলি নিহত হয়েছে। আর স্থল অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ১৯ ইসরায়েলি সৈন্য মারা গেছে।

অন্যদিকে, ইসরায়েলকে সহায়তা জন্য রিপাবলিকান নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। ওই বিল অনুযায়ী, সহায়তা হিসেবে ইসরায়েলকে এক হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।