ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ২ ট্যাঙ্কসহ ৬ যুদ্ধযান ধ্বংস করল হামাস; বহু ইসরাইলি সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ১০, ২০২৩ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা জানিয়েছে, গাজার বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের হামলায় ইসরাইলের ছয়টি সামরিক যান ধ্বংস হয়েছে। এর মধ্যে দু’টি ট্যাঙ্ক, তিনটি সাজোয়া যান ও একটি বুলডোজার রয়েছে।

সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাস্সামের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়াসিন-১০৫’ রকেট ব্যবহার করে সামরিক যানগুলো ধ্বংস করা হয়েছে। গাজার আত্তাউয়াম, আশ-শেইখ রেদোয়ান এবং আশ-শাতি শরণার্থী শিবিরের আশেপাশের এলাকায় নিখুঁতভাবে এসব যুদ্ধযানের ওপর আঘাত হানা নয়।

হামাসের ইজ্জাদ্দিন আল-কাস্সাম ব্রিগেড নিজেরাই ‘ইয়াসিন-১০৫’ নামের অত্যন্ত কার্যকর রকেট তৈরি করেছে। দুই মাথার এই রকেট ১০০ থেকে ১৫০ মিটার দূর থেকে আরপিজির সাহায্যে ছোড়া হয়।

এদিকে, গাজার ‘হাজার আদ্দিক’ এলাকায় ফিলিস্তিনি সংগ্রামীদের ব্যাপক হামলার শিকার হয়েছে ইসরাইলি পদাতিক সেনারা। সেখানে বেশ কয়েক জন ইসরাইলি সেনা হতাহত হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ ফিলিস্তিনি সংগ্রামীরা খুব কাছ থেকে এসব সেনার ওপর মর্টার ও গুলি বর্ষণ করেছে। ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড এসব তথ্য জানিয়েছে।#     

পার্সটুডে/এসএ/৯

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।