চট্টগ্রামে ওয়াসার পানিতে ডায়রিয়ার জীবাণুর অস্তিত্ব পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সম্প্রতি ৮ শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ এবং রোগীদের ব্যবহৃত পানি ও আশপাশের পরিবেশ পর্যালোচনা এবং গবেষণার পর এই প্রতিবেদন প্রকাশ করেছে আইইডিসিআর।
আইইডিসিআর জানায়, গত আগস্টের দ্বিতীয় সপ্তাহের শুরুতে নগরের বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব শুরু হয়েছিল। হালিশহর, ইপিজেড পতেঙ্গাসহ আশেপাশের এলাকায় ডায়রিয়া আক্রান্তদের ৮০ শতাংশ পানীয় জলের মূল উৎস ছিল ওয়াসার পানি। যাদের ৬৪ শতাংশ মানুষ কোনো প্রকার পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া অনুসরণ করতেন না। তাই গত ১৯-২৫ আগস্ট আইইডিসিআরের সাত সদস্যের প্রতিনিধি দল সরেজমিনে রোগী, এলাকার পরিবেশ, পানিসহ বিভিন্ন বিষয়ে অনুসন্ধান চালায়। অনুসন্ধানে সংগৃহীত নমুনা ল্যাব টেস্টে ডায়রিয়ার জীবাণু পাওয়া যায়।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা.তাহমিনা শিরীন স্বাক্ষরিত ফলাফলের এই প্রতিবেদন চট্টগ্রামের সিভিল সার্জন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। তিনি জানান, প্রতিবেদনে যেসব ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।