চট্টগ্রাম মহানগরীর রেলওয়ে স্টেশন, লালদিঘীপাড়, সিআরবি এলাকায় আজ( বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা প্রশাসন, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।
পিআইডি’র চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়, সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়াতে বর্ণিত এলাকাসমূহের কয়েকটি স্পটে মাদকসেবীদের আনাগোনা পরিলক্ষিত হয়। এসময় রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১০ জন, লালদিঘীপাড় এলাকা থেকে ৩ জন, সিআরবি এলাকা থেকে ২ জন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পায় ভ্রাম্যমান আদালত।
গাঁজা সেবন করে নেশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট বা বিরক্তিকর আচরণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সুজল ত্রিপুরাকে ১০০ টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোঃ সোহেল (৪০) কে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোঃ জহিরুল ইসলাম (৩১), মোঃ সোহাগ (৩০),মোঃ জাকির হোসেন (২৮), মোঃ মনির (২৫), মোঃ সোহেল (৩১), মোঃ বাদল মিয়া (৪০), মোঃ সুজন (২৫), মোঃ রুমন (৪০), মোঃ শুকুর আলী (৩০),বারাম শিকদার (৩৫), মোঃ সেলিম (২৪),যুবরাজ (২৩), প্রত্যেককে ১০০ টাকা জরিমানা ও ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও তাদের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের উপকরণ, কলকি জব্দ করা হয়।
জব্দকৃত গাঁজা ও অন্যান্য উপকরণ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান ।