ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘একনায়ক’ বললেন বাইডেন

আন্তর্জা‌তিক ডেস্ক
জুন ২২, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি ‘একনায়ক’ বলে সম্বোধন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ জুন) ক্যালিফোর্নিয়ায় একটি সংস্থার অনুষ্ঠানে বাইডেন এ কথা বলেন।

এদিকে, দুই দিনের চীন সফর শেষ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তারপরেই এই বোমা ফাটালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র একটি বেলুন ধ্বংস করেছিল। তাদের অভিযোগ, ওই বেলুনটি যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে দেখা গিয়েছিল।
সেটি ধ্বংস করার পর ভিতরে বহু জিনিস পাওয়া গেছে, যা গুপ্তচররা ব্যবহার করেন।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, বেলুনটি চীনের। বেলুনে করে তারা গুপ্তচরদের জন্য জিনিস পাঠাচ্ছিল।

ক্যালিফোর্নিয়ার ওই অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘শি জিনপিংয়ের মতো এক একনায়কের ওই ঘটনায় কষ্ট পাওয়ার কথা।
তিনি নিশ্চয় পেয়েছেনও। বেলুনটি যে ওই জায়গায় পৌঁছে যাবে, তা তিনি জানতেন না। ওই বেলুন ধ্বংস করে চীনের গুপ্তচরদের জিনিসপত্র পাওয়া গেছে। পুরো ঘটনাটি শি জিনপিংয়ের মনে লেগেছে।’

যুক্তরাষ্ট্রের এই বেলুন ধ্বংস করার ঘটনা এবং তাইওয়ানে মার্কিন কর্মকর্তাদের যাতায়াত সম্প্রতি চীনের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্ক আরও খারাপ করেছে।
করোনা মহামারির সময় থেকেই অবশ্য দুই দেশের সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকে।
প্রেসিডেন্ট ট্রাম্পের পর বাইডেনের আমলেও এ সম্পর্কের কোনো উন্নতি হয়নি।

এমন পরিস্থিতিতে দুই দিনের বেইজিং সফরে গিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
মনে করা হচ্ছিল, ব্লিঙ্কেনের সফর দুই দেশের সম্পর্ক খানিকটা হলেও ভালো করবে।
তাইওয়ান সমস্যা, রাশিয়ার ইউক্রেন আক্রমণসহ একাধিক বিষয়ে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন ব্লিঙ্কেন।
প্রায় পাঁচ বছর পর এত বড় পদের কোনো মার্কিন কর্মকর্তা চীন সফর করলেন।
ব্লিংকেনের সফরের পর মনে করা হচ্ছিল, সম্পর্ক উন্নতির একটি রাস্তা তৈরি হয়েছে। কিন্তু, বাইডেনের সর্বশেষ মন্তব্য বুঝিয়ে দিল, চীনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।