গত শনিবার হামাস ব্যাপক রকেট হামলা চালিয়ে ইসরায়েলে অনুপ্রবেশ করে। এর পরেই শুরু হয় পাল্টাপাল্টি হামলা। গত ছয় দিনে ফিলিস্তিনে অন্তত ছয় হাজার বোমা হামলা চালিয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। এতে গাজা উপত্যকায় এখন পর্যন্ত এক হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
এর মধ্যে বৃহস্পতিবারের হামলায় অন্তত ১৫০ জন প্রাণ হারিয়েছে।গত ছয় দিনের মধ্যে গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে চার হাজার টন ওজনের ছয় হাজার বোমা ফেলেছে ইসরায়েল।তাদের বিমানবাহিনী বলেছে, তিন হাজার ৬০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা। অন্যদিকে জাতিসংঘ বলছে, এখন পর্যন্ত চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।
সংস্থাটির মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ইউএনওসিএ) জানিয়েছে, গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃহস্পতিবার আরো ৮৪ হাজার ৪৪৪ জন বেড়েছে। ফলে বর্তমানে এই সংখ্যা চার লাখ ২৩ হাজার ৩৭৮-এ পৌঁছেছে।ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধে গাজার শরণার্থীশিবিরগুলোতে সংকট বেড়েই চলেছে। এ অবস্থায় উদ্বাস্তুদের জন্য জরুরি ভিত্তিতে ১০ কোটি ৪০ লাখ ডলার সহায়তা চেয়েছে ফিলিস্তিনের শরণার্থীদের সহায়তা প্রদান সংক্রান্ত জাতিসংঘভিত্তিক সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইনি রিফিউজি ইন দ্য নেয়ার ইস্ট (ইউএনআরডাব্লিউএ)।
জাতিসংঘ বলেছে, গাজা একটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে খাদ্য এবং পানি দ্রুত ফুরিয়ে যাওয়ায়। ৫০ হাজার গর্ভবতী নারী প্রয়োজনীয় পরিষেবাগুলো পাচ্ছে না। ফুরিয়ে আসছে ওষুধও। ইসরায়েল বলেছে, হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে তারা নিষেধাজ্ঞা তুলবে না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ইসরায়েল পাল্টাহামলা চালানোর পর থেকে গাজায় এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
সম্পূর্ণ অবরোধের মধ্যেই ইসরায়েল গাজায় বিমান হামলা চালাচ্ছে।সূত্র : বিবিসি
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।