ঢাকাবৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রকে শাস্তি দেওয়ায় ভারতে মুসলিম শিক্ষক। গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতের ভূপালের শাহদোল জেলায় সপ্তম শ্রেণির এক ছাত্র ক্লাসের মধ্যেই জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল। আর তার জেরেই শাস্তি দিয়েছিলেন শিক্ষক। স্কুলেরই এক মুসলিম স্যার তাকে থাপ্পড় মেরেছিলেন বলে অভিযোগ। আর তার জেরেই এবার ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। আসলে ওই ছাত্রকে মারধর করার পরেই কিছু হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন স্কুলের সামনে তুমুল বিক্ষোভ দেখান। এমনকী থানার সামনেও তারা বিক্ষোভ দেখান বলে খবর।

বুরহারে গ্রীন ওয়েলস পাবলিক স্কুলে শনিবার বিকালে এই ঘটনাটি হয়। পুলিশ ওই স্কুলের শিক্ষক আব্দুল ওয়াহিদ ও স্কুলের ডিরেক্টর শরিফ নিয়াজিকে একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৩২৩, ৫০০ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। পুলিশ স্টেশনের ইন চার্জ সঞ্জয় জয়সওয়াল জানিয়েছেন, সপ্তম শ্রেণির ওই ছাত্রের পরিবারের সদস্যদের দাবি, নীতীন গুপ্তা নামে ওই ছাত্র ক্লাসের মধ্যেই জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। কিন্তু সেই সময় ক্লাসে কোনও শিক্ষক ছিলেন না। এদিকে সেই সময় ক্লাসের পাশ দিয়ে আব্দুল ওয়াহিদ নামে ইংরেজির এক শিক্ষক যাচ্ছিলেন। তিনি নীতীনকে ধরে ফেলেন। এরপর তাকে বেধড়ক মারধর করা হয়।

এরপর ওই ছাত্র স্কুলের ডিরেক্টর শরিফ নিয়াজিকে নালিশ করে। কিন্তু তিনি বকাঝকা করে ওই ছাত্রকে বের করে দেন। এরপর ওই ছাত্র বাড়ি ফিরে আসে। এরপর সে পরিবারকে গোটা বিষয়টি বলে। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ দ্রুত এলাকায় ফ্ল্যাগ মার্চ শুরু করে দেয়। শান্তি রক্ষার জন্য পুলিশ সকলের কাছে আবেদন করে। শেষ পর্যন্ত ওই স্কুলের শিক্ষক আব্দুল ওয়াহিদ ও স্কুলের ডিরেক্টর শরিফ নিয়াজিকে একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।