ঢাকাশনিবার , ৮ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা প্রশাসকের (ডিসি) অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে অবৈধ সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা চেয়ে প্রতারণা চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নিজেই। এর আগে, সকালে তার নম্বর ক্লোন করে জেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ফোন দিয়ে প্রতারণার চেষ্টা করে চক্রটি।

পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ‘একটি প্রতারক চক্র প্রশাসনের নাম করে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার জন্য নম্বরটি ক্লোন করে। জেলা পরিষদ নির্বাচনে অবৈধভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করে তারা।’

তিনি আরও বলেন, ‘বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজনকে চক্রটি ফোন দিলে তারা বিষয়টি বুঝতে পেরে আমাকে জানান। সঙ্গে সঙ্গে প্রতারক চক্রের বিষয়ে ফেসবুকে পোষ্টসহ আর্থিক লেনদেন না করতে নিষেধ করা হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।