জরুরি বিভাগ ছাড়া গাজার হাসপাতালের অন্যান্য বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গাজায় অবস্থানরত বিবিসির সাংবাদিক রুশদি আবুলউফ জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।আজ বুধবার বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে রুশদি বলেন, ‘জ্বালানি খরচ কমিয়ে আনতে হাসপাতালের বেশ কিছু বিভাগ বন্ধ রয়েছে। এই মুহুর্তে হাসপাতালে কেবল গুরুত্বর আহতদের জীবন রক্ষায় চিকিৎসা চলছে।
সবমিলিয়ে অত্যন্ত বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান এজেন্সির (ইউএনআরডব্লিউএ) বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, জ্বালানি সংকটের কারণে বুধবার রাত পর্যন্ত সংস্থাটির কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। তবে জ্বালানির ট্যাংকের একটি ছবি প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। দাবি করেছে, গাজার অভ্যন্তরে থাকা এসব ট্যাংকে পাঁচ লাখ লিটারের বেশি জ্বালানি আছে।
হামাস পরিচালিত ফিলিস্তিনি সরকার বলছে, মঙ্গলবার রাতভর ইসরায়েলি বিমান হামলায় ৮০ জন নিহত হয়েছে। ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় পাঁচ হাজার ৮০০ জনে পৌঁছেছে। ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। ২০০ জনেরও বেশি লোক এখনো জিম্মি আছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলা ও মৃতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় লাশ চিনতে শিশুদের শরীরে নাম লিখে রাখছে গাজার লোকজন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।