ঝালকাঠি সদরের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যাওয়ায় ১৭ নিহত হয়েছে।
আহত হয়েছে আরও ৩৫ জন। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় এক শিশুসহ ১৭জন নিহত হয়েছে।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে সদরের ছত্রকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এসময় আহত হয়েছে আরও ৩৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল।
ছত্রকান্দা এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি উল্টে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দুর্ঘটনাস্থলে যায়।
স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানালেন ক্রেন দিয়ে বাসটি টেনে তোলা হবে।
ঝালকাঠির জেলা পুলিশ সুপার জানান, বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। সকালে জেলার ভোলাহাটে এই দুর্ঘটনা ঘটে।