মার্কিন প্রেসিডেন্ট পদে পুনরায় বিজয়ী হতে ডোনাল্ড ট্রাম্পের জন্য পূজায় বসেছেন ভারতের কট্টর হিন্দুরা।
বুধবার দিল্লিতে ডানপন্থী শিবসেনার সদস্যরা ট্রাম্পের বিজয় কামনায় এই পূজার আসর বসান।
বিবিসি জানায়, ফুল চন্দন দিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিজয় কামনা করছেন পূজারীরা।
ছবিতে ফুল চন্দন এর পাশাপাশি ট্রাম্পের ছবি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি প্রদর্শন করতে দেখা যায়।
ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভারতের অকৃত্রিম বন্ধুত্ব হিসেবে দাবি করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই রকম দাবি করে থাকেন। দুজনের মধ্যে আছে বেশ সখ্যতাও।
ডোনাল্ড ট্রাম্প নাকি ভগবান বিষ্ণুর `অবতার’! মাত্র মাস খানেক আগে ডেলওয়ার অঙ্গরাজ্যে একটি নির্বাচনি জনসভায় বিশ্রি অঙ্গভঙ্গি আর কদর্য ভাষায় ভারতীয়দের উপহাস করেছিলেন ট্রাম্প। এরপর অনেকেরই মনে হয়েছিল কোনো ভারতীয়ই আর ট্রাম্পের দিকে ফিরে তাকাবেন না। কিন্তু এবার সেই ট্রাম্পকেই মানবজাতির একমাত্র `রক্ষক’ আখ্যা দিয়ে শুরু হয়ে গেছে তার বন্দনা। রাজধানী নয়া দিল্লির যন্ত্ররমন্তরে ডানপন্থি দল হিন্দু সেনা ট্রাম্পের ছবিতে তিলক এঁকে ঘটা করে করেছে পূজোর সমস্ত আয়োজন।
প্রশ্ন হলো, গোটা বিশ্বের সংবেদনশীল মানুষ যখন বিতর্কিত ও বেফাঁস মন্তব্যের কারণে ট্রাম্পকে কঠোর ভাষায় সমালোচনা করছেন, তখন তার জন্য কট্টরপন্থি হিন্দুদের দরদ উথলে উঠছে কেন? যেখানে কয়েকদিন আগেও পরিবেশ বিষয়ক এক আলোচনায় ডোনাল্ড ট্রাম্প ভারতকে নোংরা দেশ হিসেবে আখ্যায়িত করেছিলেন।
তিনি বলেছিলেন, পরিবেশ দূষণের দিক থেকে চীন ও ভারত অত্যন্ত নোংরা দেশ। এরপর ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি অবশ্য।
আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সারাবিশ্বের চোখ এখন আমেরিকার দিকে। কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন- সেই প্রশ্নের উত্তর জানতে পৃথিবী অপেক্ষায় এখন।
বলা হয় বর্তমান ট্রাম্প সরকার বিজিপির জন্য আর্শিবাদ পুষ্ট। বর্তমান কট্টর বিজিপি হিন্দু সরকারের প্রধান শত্রু চীনের আরেক চক্ষুশূল যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। শোনা যায় চীন চাচ্ছে হোয়াইট হাউজে এবার জো বাইডেনই যাক।
