ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষন চেষ্টাকা‌লে বখা‌টে‌কে দা দি‌য়ে কু‌পি‌য়ে জখম কর‌লেন গৃহবধূ।

বি‌শেষ প্র‌তি‌নি‌ধি, ধুনট উপ‌জেলা।
অক্টোবর ২৪, ২০২০ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

সাস্প্র‌তিক কা‌লে ধর্ষণ ঘটনায় নারী‌দের প্র‌তি স‌হিংসতা বে‌ড়ে গে‌ছে মহাম‌া‌রির ম‌তো। বল‌তে গে‌লে একপ্রকার দেয়া‌লে পিঠ ঠে‌কে গে‌ছে নারী‌দের। কোথাও নিরাপ‌দে থাক‌তে পার‌ছেন না নারীরা। কি ঘ‌রে, কি বা‌হি‌রে কোথাও না। বখা‌টে‌দের অত্যাচার থে‌কে মুক্তি পা‌চ্ছে না চার বছ‌রের শিশু থে‌কে সত্তর বছ‌রের বৃদ্ধা পর্যন্ত।

এমন অবস্থায় আইন শৃঙ্খলা বা‌হিনী যখন ব্যার্থ হ‌চ্ছেন এ অরাজকতা ঠেকা‌তে ঠিক তখনই দরকার নারী‌দের নি‌জে‌দের রক্ষা করার পথ খুঁজতে।

‌তেম‌নি এক‌টি ঘটনা ঘ‌টে‌ছে, বগুরার ধুনট উপ‌জেলায়। এবার উক্ত উপ‌জেলার জাহাঙ্গীর আলম (২৮) নামে এক বখাটেকে বটি দিয়ে কুপিয়ে জখম করে ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছেন এক গৃহবধূ (৩৫)।
জানা যায়, বখাটে জাহাঙ্গীর আলম উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।
ত‌বে এ ঘটনায় বখা‌টে জাহাঙ্গীর আলমও ঐ গৃহবধূ‌কে কু‌পি‌য়ে আহত ক‌রে ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে যায়। এ ঘটনায় মেয়েটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

আহত গৃহবধূ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসাধীন অবস্থায় আছেন।
অন্য‌দি‌কে, বখাটে জাহাঙ্গীর আলম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষ‌য়ে জান‌তে চাই‌লে, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, “সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েটির চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার প‌রি‌প্রে‌ক্ষি‌তে জানা যায়, আহত গৃহবধূ ও বখা‌টে জাহাঙ্গীর অলোয়া গ্রা‌মের বা‌সিন্দা। দুই সন্তা‌নের জননী উক্ত গৃহবধূর (৩৫) সা‌থে জাহাঙ্গী‌রের প‌রিচয় দীর্ঘ‌দি‌নের। নিজ স্বামীর সা‌থে ব‌নিবনা না হওয়ায় গৃহবধূ অলোয়া গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। জাহাঙ্গীর আলমের সাথে মেয়েটির আর্থিক লেনদেন রয়েছে ব‌লে জানা যায়, সে কার‌নে মে‌য়ে‌টির বা‌ড়ি‌তে জাহাঙ্গী‌রের অবাধ যাতায়াত ছি‌লো।

ঘটনার রা‌তে (শুক্রবার, ২৩ অ‌ক্টোবর) জাহাঙ্গীর প্রচন্ড বৃ‌ষ্টি উপেক্ষা ক‌রে মে‌য়ে‌টির বা‌ড়ি‌তে যায়। এ সময় মেয়েটি বাড়িতে নি‌জের গৃহস্থালি কাজ করছিলেন। বা‌ড়ি‌তে তখন মে‌য়ে‌টি ছাড়া কেউ ছি‌লো না। ঘ‌রের ভিতর দুজ‌নের কথাবার্তার এক পর্যা‌য়ে জাহাঙ্গীর গৃহবধূ‌কে জোড়পূর্বক ধর্ষ‌নের চেষ্টা চালায়। দুজ‌নের ধস্তাধস্তির এক পর্যা‌য়ে ম‌হিলা ধর্ষ‌নের হাত থে‌কে রক্ষা পে‌তে জাহাঙ্গীর‌কে কোপা‌তে থা‌কে। এসময় জাহাঙ্গীর আলমও ম‌হিলা‌কে কোপা‌তে থাক‌লে ম‌হিলার আত্ম‌চিৎকা‌রে প্র‌তি‌বেশীরা এগি‌য়ে এলে বখা‌টে জাহাঙ্গীর ঘটনাস্থল থে‌কে পা‌লি‌য়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।