ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক, দেশব্যাপী কারফিউ জারি

আন্তর্জা‌তিক ডেস্ক
জুলাই ২৭, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটেছে।
সৈন্যরা প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে আটক করেছে, দেশব্যাপী কারফিউ জারি করেছে, সংবিধান বাতিল করেছে এবং সকল প্রতিষ্ঠান ও সীমান্ত বন্ধ করে দিয়েছে।

বুধবার রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন যে নাইজারের প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।
কর্নেল আমাদু আবদরামান প্রস্তুত করা একটি বিবৃতিতে জানান, ‘দেশের সীমান্তগুলো বন্ধ করা হয়েছে, দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে।’

টিভিতে তার ঘোষণা প্রদানের সময় আরো ৯ অফিসার তাকে ঘিরে ছিল।

তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি বিদেশী হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রেসিডেন্ট এবং তার পরিবার সদস্যদের প্রেসিডেন্ট প্রাসাদেই রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে বুধবার সকালে নাইজারের প্রেসিডেন্ট স্বীকার করেন যে প্রেসিডেন্ট গার্ড বাহিনীর সদস্যরা প্রেসিডেন্ট বাজুমের বিরুদ্ধে দৃশ্যত অভ্যুত্থানচেষ্টা চালাচ্ছে।

এই অভ্যুত্থানের নিন্দা করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেজ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

পশ্চিম আফ্রিকায় ইসলামপন্থী উগ্রবাদীদের দমনে বাজুম ছিলেন পাশ্চাত্যের অন্যতম মিত্র।

সূত্র : বিবিসি ও আল জাজিরা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।