ঢাকারবিবার , ৩০ জুলাই ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণে নিহত ৪০, আহত ১২০

আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ৩০, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে একটি রাজনৈতিক দলের সম্মেলনে বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন।
কে বা কারা এই হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বিস্ফোরণস্থল আফগানিস্তান সীমান্তের কাছেই অবস্থিত।
আজ (রোববার) প্রদেশের খার বাজাউর জেলার তেহসিল জেলায় জামিয়াত উলেমা ইসলাম–ফজল বা জেইউআই–এফ নামের একটি দলের সম্মেলনে এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মকর্তা সাদ খান বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, জেইউআই-এফ দলটির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন।
টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজনকে দেখা গেছে।

পরে পুলিশের একটি দল ঘটনাস্থল ঘিরে রাখেন। সম্মেলনে একজন গুরুত্বপূর্ণ নেতার ভাষণ দেওয়ার কথা ছিল,
কিন্তু ঐ নেতা পৌঁছার আগেই বিস্ফোরণ ঘটে। দলটির নেতারা আজকের হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জেইউআই–এফ দলটি বর্তমান ক্ষমতাসীন জোটের শরীক বলে জানা গেছে।#

পার্সটুডে/এসএ/৩০

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।