ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পোশাক কারখানার লিফ‌টে আট‌কে অপা‌রেট‌রের মৃত্যু, কর্তৃপ‌ক্ষ বল‌ছেন মারা যান‌নি।

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২১ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

সাভারে একটি তৈরি পোশাক কারখানার ১০ তলা ভবনে লিফটে আটকা পড়ে লিফট অপারেটরের মৃত্যু হয়েছে। রোববার (৯ মে) সকালে সাভার পৌর এলাকার বিরুলিয়া রোডে অবস্থিত আজিম গ্রুপের গ্লোবাল ফ্যাশন লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম মুহাম্মদ জহিরুল ইসলাম (৩২)। তিনি কারখানাটিতে লিফট অপারেটর হিসেবে চাকরি করতেন।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আজিম গ্রুপের গ্লোবাল ফ্যাশন লিমিটেড কারখানার ১০ তলা ভবনের এক নম্বর লিফটে আটকা পড়েন লিফট অপারেটর জহিরুল ইসলাম। পরে আটটার দিকে কারখানার লোকজন লিফট খুলে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

জানতে চাইলে আজিম গ্রুপের নির্বাহী পরিচালক জাহিদুর রহমান বলেন, কারখানার একটি লিফটের দরজায় আটকা পড়ে লিফটম্যান জহিরুল ইসলাম আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি মারা যাননি বলে দাবি করেন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ আলী বলেন, সকালে আজিম গ্রুপ থেকে জহিরুল ইসলাম নামে একজন শ্রমিককে নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তবে জরুরি বিভাগে আনার আগেই তিনি মারা গেছেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে নিশ্চিত করেন তিনি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, মরদেহটির সুরতহাল করা হচ্ছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।