ঢাকারবিবার , ২ অক্টোবর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেশীর চালের ড্রামে মিলল শিশু সানজিদার মরদেহ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

যশোরে নিখোঁজের একদিন পর প্রতিবেশির বাড়ির চালের ড্রাম থেকে ৪ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে ডিবি পুলিশ। শনিবার (১ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার পতেঙ্গালী গ্রামে এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ওই বাড়ির মালিক আঞ্জুয়ারা বেগমকে আটক করা হয়েছে। নিহত সানজিদা ওই গ্রামের সোহেল হোসেনের মেয়ে। শিশু সানজিদা গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল বলে পুলিশ জানিয়েছে।

যশোর ডিডি পুলিশের উপ পরিদর্শক মফিজুল ইসলাম জানান, সানজিদাকে শুক্রবার দুপুর ১২ টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করে সানজিদার পরিবার। পরে বিষয়টি নিয়ে ডিবি পুলিশ তদন্তে নামে। পরে তাদের সন্দেহ হয় প্রতিবেশি আঞ্জুয়ারা নামে এক নারীকে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে মরদেহ ঘরের ড্রামের মধ্যে রাখা আছে বলে জানায়।

পরে পুলিশ ড্রাম থেকে গামছা ও ওড়না দিয়ে হাত ও পা বাধা মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শিশুকে হত্যা করেছে প্রতিবেশী ওই নারী।

এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আরও কারা কারা জড়িত সেটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।