ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় চল‌ছে ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় চলছে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। এই গ্রামীণ মেলাকে কেউ বলে মাছের মেলা, কেউ বা আবার জামাই মেলা।
মেলায় এবারের মূল আকর্ষণ ১৪ কেজি ওজনের মিষ্টি আর ৪০ কেজির মাছ। দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ এই মেলায় ভিড় করেছে।

বগুড়ার গাবতলী উপজেলার ইছামতি নদী সংলগ্ন মাঠে প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন হয়।
এই প্রাচীন মেলাটি মাছের মেলা নামে পরিচিত। মেলায় এবার সবচেয়ে বড় ব্ল্যাককার্প মাছটির ওজন ছিল ৪০ কেজি।
এছাড়া ১০ থেকে ২০ কেজি ওজনের রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে মেলায়।

নানা বয়সী মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ উৎসব মুখর। দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেছে এই মেলায়। অনেকে কেনেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এই মেলার আয়োজন হয় বলে জানালেন মাছের মেলার সাধারণ সম্পাদক শংকর কুমার রায়।

সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানালেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার। রাতেই শেষ হবে এই মেলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।