কুষ্টিয়ায় স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য’ ভাংচুরের প্রতিবাদে আজ চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার নওফেলের নির্দেশক্রমে হালিশহর থানা ছাত্রলীগ এবং যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রদিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, শুক্রবার (৪ ডিসেম্বর) কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে ওই ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমন্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে ফেলা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার খবর জানার সাথে সাথে ক্ষোভে ফুঁসে উঠে দেশের আপামর জনগন।
তবে কারা এ ভাস্কর্য ভেঙ্গেছে তা এখনো জানা যায় নি।
এদিকে চলমান হেফাজতে ইসলাম সহ কিছু ধর্মীয় সংগঠনের ভাস্কর্য বিরোধী আন্দোলন ও হেফাজতে ইসলামের মহাসচিব বাবুনগরীর প্রকাশ্যে ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকির এবং মধ্যেই কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্যটি ভাঙচুর করলো দুর্বৃত্তরা।
সম্প্রতি রাজধানীর ধোলাইরপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে সে কাজ অবিলম্বে বন্ধের দাবি তুলেছেন হেফাজত নেতা মামুনুল হক।
আর গত ২৭ নভেম্বর চট্টগ্রামের এক অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমীর জুনাইদ বাবুনগরী বলেছেন, যে কোনো দল ভাস্কর্য বসালে তা ‘টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হবে’।
“ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটবে এবং ওই ভাস্কর্য ছুঁড়ে ফেলবো”- বলে হেফাজতে ইসলামের নব্য আমীর জুনায়েদ বাবুনগরীর এধরনের ধৃষ্টতামূলক বক্তব্য ও হুমকি দেশের সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে।
চট্টগ্রামের আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মহানগর ছাত্রলীগ ও যুবলীগের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে নেতা-কর্মীরা ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
তারা বলেন, স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য’ ভাঙ্গার মধ্য দিয়ে জানিয়ে দিলো তারা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব মানে না। কোন ভাবেই বাংলার বুকে কোন মৌলবাদের উত্থান হতে দেয়া হবে না বলে হুশিঁয়ারী প্রকাশ করেন সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা।
সমাবেশে চট্টগ্রাম ছাত্রলীগ ও যুবলীগের পক্ষ থেকে দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।