বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও এভারগ্রীন ব্যান্ড দল বাংলাদেশের সাবেক গিটারিস্ট এবং ভোকাল নাসের নাহিদির মা মোসা. ছালেহা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্না………রাজিউন)।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪ টায় আসরের আজান হবার পরে তিনি নিজে ওজু করে এসে নামাজের জন্য প্রস্তুতি নেন। এ সময় ছেলে নাসের নাহিদিকে বলেন আমার ভালো লাগছে না। তখনি বিছানায় ছেলের কোলে শুয়ে পড়ে বিচিত্র এ ভূবন ত্যাগ করেণ।
আলহাজ্ব মোসা. ছালেহা খাতুন বাংলা কার্তিক মাসে জন্ম গ্রহন করেছিলেন এবং এই মাসেই তিনি মারা যাবেন বলে গত এক সপ্তাহ আগে ছেলেদের বলে ছিলেন।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়ে,নাতী,নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা বৃহস্পতিবার (২২ অক্টোবর) অক্টোবর সকাল ১০টায় চৌয়ারীপাড়া গ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে স্বামীর পায়ের কাছে চির নিদ্রায় শায়িত করা হবে।