ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে সেনা অভিযানে অস্ত্রসহ কেএনএফ’র ২ সক্রিয় সদস্য আটক।

অনলাইন ডেস্ক
এপ্রিল ৮, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের রুমার বেথেলপাড়ায় সেনা বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ  কেএনএফ এর ২ সক্রিয় সদস্যকে আটক করেছে। সেসময় সন্দেহভাজন হিসেবে সোনালী ব্যাংকের সহকারি ক্যাশিয়ারসহ ৩ জনকে আটক করা হয়। অভিযানে ৭টি দেশি বন্দুক, ২০টি কার্তুজ, কেএনএফ এর ইউনিফর্ম এবং বিপুল পরিমান বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। 

বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান জানিয়েছেন, সোমবার (৮এপ্রিল) সকালে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাড়াঁশি অভিযানের অংশ হিসেবে রুমার সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল কে এম আরাফাত আমিনের নেতৃত্বে যৌথ বাহিনীর একাধিক দল রুমার  বেথেলপাড়া ঘেরাও করে অভিযান পরিচালনা করে।

সেসময় কেএনএফ এর একটি আস্তানা থেকে সাতটি দেশি বন্দুক, ২০টি কার্তুজ, কেএনএফ এর ইউনিফর্ম, বিপুল পরিমান বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।  সেসময় কেএনএফ এর ২ সক্রিয় সদস্য এবং সন্দেহভাজন হিসেবে রুমা সোনালী ব্যাংকের সহকারি ক্যাশিয়ারসহ মোট ৩ জনকে আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।