ঢাকাবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় বান্ধবী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
নভেম্বর ১০, ২০২২ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ছ‌বিঃ বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (সংগৃ‌হিত)


বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রামপুরার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান অপরা‌জিতবাংলা‌কে এ তথ্য নিশ্চিত করেছেন।

হায়াতুল ইসলাম খান বলেন, আজ বৃহস্পতিবার সকালে রামপুরার এলাকা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়েছে। ফারদিন নূর পরশ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে, বুশরা ফারদিন নূর পরশের প্রেমিকা কি না, সেই তথ্য আমাদের কাছে নেই।’

এর আগে নিখোঁজের তিনদিন পর গত সোমবার রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃতদেহ উদ্ধার করা হয়। রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হন ফারদিন। নিখোঁজের পর ফারদিনের বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘এ ঘটনায় ফারদিনের বাবা নুর উদ্দিন রানা বাদি হয়ে রামপুরা থানায় মামলা করেন। বুধবার রাতে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় নিহতের বান্ধবী ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তদন্তের জন্য আমরা যে কাউকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারি। ঘটনাটির রহস্য উদঘাটন করতে আমরা তদন্ত করছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।