ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বেলারুশের ওপর হামলাকে রাশিয়া তার নিজের ওপর হামলা বলে বিবেচনা করবে: রাশিয়া।

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ২১, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ বলেছেন, মিত্র এই দেশটির বিরুদ্ধে যেকোন শত্রুতামূলক পদক্ষেপকে রাশিয়ার ওপর হামলা বলে বিবেচনা করবে মস্কো। যেকোনো হামলার পরিস্থিতিতে রাশিয়া শত্রুদের বিরুদ্ধে পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করবে।

গতকাল (রোববার) বেলারুশের এসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রিজলভ এসব কথা বলেন।
তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, “বেলারুশের ওপর যেকোনো ধরনের হামলাকে রাশিয়া তার নিজের ওপর হামলা বলে বিবেচনা করবে এবং সেই হামলা মোকাবেলার জন্য নিজের সামরিক শক্তি ব্যবহার করবে। রাশিয়ার সামরিক ডকট্রিন এভাবেই প্রস্তুত বলে উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ।
পোল্যান্ড এবং বেলারুশের মধ্যে যখন সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে তখন রুশ রাষ্ট্রদূত এসব কথা বললেন। পশ্চিমা গণমাধ্যম খবর দিচ্ছে যে, বেলারুশ সীমান্তে পোল্যান্ড এরইমধ্যে সেনা মোতায়েন করেছে।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর মস্কো ও মিনিস্কের মাঝে সামরিক সম্পর্ক জোরদার হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২১

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।