ঢাকাবুধবার , ২ জুন ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মহিপুর থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশের এসআই’র আকস্মিক মৃত্যু॥

নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২১ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ মহিপুর থানায় কর্তব্যরত অবস্থায় এক পুলিশ উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত পুলিশ উপ-পরিদর্শক মো: সাইদুর রহমান (বিপি নং-৭৮৯৭০৮৭৫৬৪)।

বরিশাল কোতয়ালী মডেল থানার উত্তর সাগরদী এলাকার হালিম মঞ্জিলের মো: মোকছেদুর রহমান’র তৃতীয় সন্তান। পুলিশ বিভাগে তিনি সাড়ে ২৩ বছর এবং মহিপুর থানায় দু’দফায় প্রায় চার বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

মহিপুর থানার বখশি পুলিশ কনেষ্টবল রাসেল জানান, এস আই সাইদুর রহমান সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন। সকাল ৮টার পর দায়িত্ব ছেড়ে বাসায় ফেরার পথে বুকে
ব্যথাজনিত অসুস্থ্যতা বোধ করায় তাকে পুলিশ পিক-আপে দ্রুত কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জে.এইচ খান লেনিন তাকে মৃত ঘোষনা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান গনমাধ্যমকে বলেন, আমরা মহিপুর থানা পুলিশ তার এ আকস্মিক মৃত্যুতে ভীষন ভাবে শোকাহত।

নিহত পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান’র স্ত্রী ও দু’টি সন্তান রয়েছে। ছেলে দশম শ্রেনী ও মেয়ে তৃতীয় শ্রেনীতে অধ্যয়নরত। পুলিশ বিভাগে দক্ষতা ও
সুনামের সাথে তিনি দীর্ঘদিন চাকুরী করেছেন।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেনিন বলেন,
পুলিশ অফিসার সাইদুর রহমানকে মৃত অবস্থায় মঙ্গলবার হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার ঘন্টা খানেক আগে তার মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।