ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ান জ্বালানি তেল ব্যবহার করছে পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন রাশিয়ার ‘নিষিদ্ধ জ্বালানি তেল’ ব্যবহার করছে। এজন্য পেন্টাগন ওয়াশিংটনের আরোপ করা নিষেধাজ্ঞাকে এড়াতে বিকল্প পথ অনুসরণ করছে। মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, রাশিয়ার তেল থেকে তৈরি পেট্রোলিয়ামজাত পণ্যগুলো বিভিন্ন পথ ঘুরে মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে।  রাশিয়ান তেল থেকে তৈরি পেট্রোলিয়াম পণ্যগুলো গ্রিসের এজিয়ান সাগরে অবস্থিত দ্যা মোটর অয়েল হেলাস শোধনাগারের মাধ্যমে পেন্টাগনের কাছে পৌঁছায়। এই প্রতিষ্ঠান হচ্ছে পেন্টাগনকে জ্বালানি সরবরাহকারী অন্যতম প্রধান প্রতিষ্ঠান।

শিপ ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, রাশিয়ার কৃষ্ণসাগর থেকে এই তেল তুরস্কের একটি স্টোরেজ নেয়া হয় এবং পরে তা গ্রিসের ওই শোধনাগারে নেয়া হয়ে থাকে। এভাবে বিভিন্ন রুট ঘুরে রাশিয়ার তেল নিজের আসল পরিচয় গোপন করে পেন্টাগনে পৌঁছায়।  রাশিয়ার তেল গ্রিসে পৌঁছানোর আগে কয়েকবার  হাত বদল হয় বলেও জানায় ওয়াশিংটন পোস্ট।

পত্রিকাটি বলছে, তুরস্কের দোর্তইয়োল শিপিং টার্মিনাল থেকে গ্রিসে পৌঁছায়। শিপ-ট্র্যাকিং ও বাণিজ্য তথ্য থেকে জানা যাচ্ছে যে, ইউরোপীয় ইউনিয়ন এবং জি-সেভেন রাশিয়ার ওপর গত ফেব্রুয়ারি মাসে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দোর্তইয়োল রাশিয়ার কাছ থেকে মোট ২৭ লাখ ব্যারেল তেল কিনেছে যা কোম্পানিটির জন্য সমুদ্রপথে কেনা তেলের শতকরা ৬৯ ভাগ।#

পার্সটুডে/এসআইবি/১৬

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।