ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় সামরিক কুচকাওয়াজ: রুশ ভীতি ছড়ানোর পরিণতির বিষয়ে পুতিনের হুঁশিয়ারি।

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২১ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে আজ (রোববার) বড় ধরণের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের বার্ষিকী উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করে রাশিয়া।

কুচকাওয়াজ উপলক্ষে রেড স্কোয়ারে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ সব সময় আন্তর্জাতিক আইন মেনে চলেছে। এর পাশাপাশি দেশ ও জাতির স্বার্থ রক্ষা করেছে। তিনি বলেন, রুশ জনগণ যাতে অনিরাপদবোধ না করে সে বিষয়ে সোচ্চার রয়েছে তার সরকার।

এ সময় তিনি রাশিয়া সম্পর্কে ভীতি ছড়িয়ে দেওয়ার পরিণতির বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইউরোপ ও আমেরিকার যখন রাশিয়ার উত্তেজনা বাড়ছে তখন এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হিটলার বাহিনীকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাবেক সোভিয়েত ইউনিয়ন। প্রতি বছর ৯ মে নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে রাশিয়ায় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অবশ্য গত বছর করোনার কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। এ বছরও করোনা মহামারি রয়েছে, তবে তারিখ পেছানোর প্রয়োজন মনে করেনি মস্কো।

কুচকাওয়াজে ১২ হাজারের বেশি রুশ সামরিক সদস্য অংশ নিয়েছে। এছাড়া ৭৬টি বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া দিয়েছে। কুচকাওয়াজ চলাকালে আকাশে রঙিন ধোঁয়া উড়িয়ে রাশিয়ার পতাকা আঁকেন শুখোই-২৫ জঙ্গিবিমানের পাইলটেরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।