রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি
নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন ও মতিঝিল থানার
পৃথক দুটি মামলায় বিএনপির ২৩ নেতাকে দুই দিনের
রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার (১১ ডিসেম্বর) মামলার সুষ্ঠু তদন্তের জন্য
তাদেরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
নুরুল হুদা চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন,
বিএনপির সহ-জলবায়ু সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল,
সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম,
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক,
বিএনপি নেতা শাহজাহান, এ কে এম আমিনুল ইসলাম,
ওয়াকিল আহমেদ, সজীব ভূঁইয়া, সারোয়ার হোসেন শেখ,
সাইদুল ইকবাল মাহমুদ, মিজানুর রহমান, আল-আমিন,
সাইফুল, শুভ ফরাজি, মাহমুদ হাসান রনি, জামিল হোসাইন, হারুনুর রশীদ, রিয়াদ আহমেদ, রবিউল ইমরান,
জাহাঙ্গীর আলম সেন্টু, মোস্তাক মিয়া, মাহাবুব মিয়া, খোরশেদ আলম সোহেল ও সোহাগ মোল্লা।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে।
পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।
এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ।
