ঢাকাশনিবার , ১৩ এপ্রিল ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সম্মানজনক চুক্তি ছাড়া ইসরাইল তার বন্দিদের মুক্ত করতে পারবে না: হানিয়া।

আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হামাসকে নির্মূল ও পণবন্দিদের মুক্ত করাসহ তার ঘোষিত একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি।

তিনি লেবানন-ভিত্তিক আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, “ইসরাইল হামাসকে ধ্বংস করতে পারেনি এবং কোনোদিন পারবেও না।” হানিয়া বলেন, “দখলদাররা পণবন্দিদের উদ্ধার করতে পারেনি এবং একটি সম্মানজনক চুক্তি ছাড়া তাদেরকে মুক্ত করতে পারবে না।”

কাতার প্রবাসী হামাসের শীর্ষ নেতা হানিয়া আরো বলেন, ইসরাইল ছয় মাস ধরে ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞ চালানো সত্ত্বেও গাজাবাসীকে এই উপত্যকা থেকে জোরপূর্বক বের করে দিতেও ব্যর্থ হয়েছে। তিনি বলেন, গাজায় ইসরাইল যে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা ছিল এই অবৈধ সরকারের ‘বড় ধরনের কৌশলগত ভুল।’

সাক্ষাৎকারের অন্য অংশে হামাস নেতা বলেন, তার সংগঠন ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত পূর্বশর্ত থেকে সরে যাবে না। হামাসের শর্ত মেনে নেয়ার আগ পর্যন্ত কোনো চুক্তি হবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। হানিয়া বলেন, গাজায় ড্রোন হামলা চালিয়ে তার তিন ছেলে ও বেশ কয়েকজন নাতী-নাতনীকে হত্যার ঘটনায়ও হামাসের অবস্থান পরিবর্তিত হবে না।#

পার্সটুডে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।