ঢাকাবুধবার , ৩১ আগস্ট ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সরকারের সমালোচনা করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতিসহ বিভিন্ন অসংগতি নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার ছাত্রলীগ নেতার নাম মো. মোস্তাক আহম্মেদ। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ নং গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোস্তাক আহাম্মেদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় ব্যক্তিদের নিয়ে মন্তব্য এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে নেতিবাচক মন্তব্য করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকেসহ সভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়া কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে উপযুক্ত কারণসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার ছাত্রলীগ নেতা মো. মোস্তাক আহম্মেদ তার ফেসবুকে ‘হ্যালো প্রিয় আওয়ামী লীগ সরকার’ শিরোনামে একটি লেখা পোস্ট করেন। সেই পোস্টে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশ দুর্নীতিতে ভরপুর, কৃষক পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না, আইনের শাসনের বুলি আওড়ানো হচ্ছে, কিন্তু দুর্বলেরা আইন-আদালতের ধারেকাছেও যেতে পারছেন না-এমন সব কথা বলেন। বিষয়টি ইউনিয়ন ছাত্রলীগের নজরে আসে। পরে মোস্তাককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মো. মোস্তাক আহম্মেদ গণমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে আমি জেলার বাইরে অবস্থান করছি। ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি, আমাকে বহিষ্কার করা হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।