সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেইনপুর নিবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সাইফুর রহমান ছফা আর নেই। আজ (১৭অক্টোবর) ভোর ৫ ঘটিকার সময় উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজীউন।
তিনি হিলফূল সেবা সংস্থা খাজাঞ্চীর কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ খাজাঞ্চী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর মোহাম্মদ লিয়াকত হোসেইন সাহেবের আপন ভাতিজা। উল্লেখ গত (১৫অক্টোবর) হঠাৎ অসুস্থ হলে সিলেটের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর ও দুই সন্তানের জনক। আজ বাদ আছর তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।