ঢাকামঙ্গলবার , ২৯ ডিসেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বি‌জি‌পির সা‌থে গোলাগু‌লি‌তে এক ভারতীয় চোরাকারবারী নিহত।

ময়মন‌সিংহ প্র‌তি‌বেদন।
ডিসেম্বর ২৯, ২০২০ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। এ সময় গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতের নামপরিচয় জানা যায়নি।

বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল সোমবার গভীর রাতে একদল চোরাকারবারিকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহল দল। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য আহত হন।’

সূর্যপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার ওবায়দুর রহমান বলেন, ‘চোরাকারবারি দলকে ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন ভারতীয় চোরাকারবারি নিহত হন।’

ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলে জানান বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।