সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর ইয়েমেনের হুথি আনসারু্লাহ আন্দোলন সমর্থিত সেনারা নতুন করে ড্রোন হামলা চালিয়েছে।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি টুইটারে দেয়া এক পোস্টে এ হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়েমেনি ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনেছে।
তিনি বলেন, ইয়েমেনের বিমান বাহিনী কাসেফ টু-কে ড্রোন দিয়ে সৌদি আরবের আবহা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুর ওপর অভিযান চালিয়েছে।
জেনারেল সারিয়ি বলেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনের ওপর যে অন্যায় ও বর্বর আগ্রাসন চালাচ্ছে তার জবাব দেয়ার বৈধ অধিকার ইয়েমেনে রয়েছে। তারই আলোকে ইয়েমেনের সামরিক বাহিনী আবহা বিমানবন্দরের ওপর এই হামলা চালিয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।
