লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনায় জালাল উদ্দিন (৪০) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মতিয়ার রহমান (৫২) নামে একজন আহত হয়েছে।
জানাগেছে, উপজেলার গড্ডিমারী এলাকার জালাল ও মতিয়ার রবিবার দুপুরে বড়খাতা থেকে মোটর সাইকেল যোগে বাড়ি আসতেছিল। পথিমধ্যে উপজেলার খানের বাজার সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বুড়িমারী- ঢাকা মহাসড়কে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা গুরুত্বর আহত হয়। তখন হাতীবান্ধা ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জালাল উদ্দিনের অবস্থা আশংকাজনক হলে দায়িত্বরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন এবং রংপুর নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত জালাল উদ্দিন উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দঃ গড্ডিমারী গ্রামের হাছেন আলীর পূত্র ও আহত মতিয়ার রহমান একই এলাকার মৃত রোস্তম আলীর পুত্র।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।