ঢাকাশনিবার , ৪ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হামাসের প্রচণ্ড প্রতিরোধ; হতাহত সেনা উদ্ধারে ইসরাইলি হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ৪, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে কার্যত বিপর্যয়ের মুখে পড়েছে দখলদার ইসরাইলি সেনারা। সেখানে হামাস ও জিহাদ আন্দোলনের যোদ্ধারা প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় হতাহত হচ্ছে বহু ইসরাইল সেনা। তাদেরকে উদ্ধারে ইসরাইলি সেনারা ব্যবহার করছে হেলিকপ্টার।

ইসরাইলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট খবর দিয়েছে যে, যুদ্ধে হতাহত সেনাদের উদ্ধারের জন্য গাজার গভীর অভ্যন্তরে উদ্ধারকারী সেনা ইউনিট মোতায়েন করা হয়েছে।

গতকাল পর্যন্ত গাজার ভেতরে ১৫০ বার উদ্ধার অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী যাতে ২৬০ জন আহত সেনাকে উদ্ধার করা হয়। তবে এসব উদ্ধার অভিযানের সময়ও ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার মুখে পড়েছে তারা।

জেরুজালেম পোস্ট ১৫০টি উদ্ধার অভিযান পরিচালনার খবর দিয়েছে এবং ২৬০ জন আহত সেনাকে উদ্ধারের কথা বলেছে। তবে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় কত ইসরাইলি সেনা নিহত হয়েছে তা বলেনি। এছাড়া, ১৫০টি অভিযানে মাত্র ২৬০ জন সেনা উদ্ধারের কথাও খুব যুক্তিযুক্ত নয়। ধারণা করা হচ্ছে- ইসরাইলের সেনারা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

জেরুজালেম পোস্টের খবরেই বলা হয়েছে- ফিলিস্তিনি যোদ্ধারা নজিরবিহীনভাবে ইসরাইলি বাহিনীর ওপর গোলাগুলি চালাচ্ছে। গতকাল ইসরাইল তাদের ২৪ সেনা নিহতের কথা স্বীকার করেছিল। জেরুজালেম পোস্ট জানিয়েছে, এর মধ্যে ইসরাইলের পুলিশ এবং শিনবেথের নিহত সদস্যের সংখ্যা উল্লেখ করা হয়নি। #

পার্সটুডে/এসআইবি/৪

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।