ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

‌দে‌শে খাদ্যশ‌স্যের রেকর্ড উৎপাদন।

অর্থ‌নী‌তি ডেস্ক।
অক্টোবর ২১, ২০২০ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

করোনা ও প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার মধ্যেই দেশে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়েছে। কিন্তু উৎপাদক পর্যায়ে খরচ কমানো ও কৃষকের শ্রমের দাম নিশ্চিত করা যায়নি। এমনকি ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বাজারে কিনতে পারছেননা ভোক্তারাও। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন হওয়ার পরও চাল-ডাল, আলু-পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের দাম চড়া। সরকারের কৃষিবান্ধব নীতির ফলে দেশে বেড়েছে খাদ্যশস্যের উৎপাদন। ২০০৮-২০০৯ অর্থবছরে মোট খাদ্যশস্য উৎপাদন ছিল তিন কোটি ২৮ লাখ ৯৬ হাজার টন। গত দশ বছরে তা বেড়ে এখন উৎপাদন হচ্ছে প্রায় চার কোটি ৫৪ লাখ টন।

বেড়েছে চাল,গম, আলু ও পেয়াজের উৎপাদনও। গত দশ বছরের উৎপাদন চিত্র তুলে ধরে সরকার দাবি করছে, নিশ্চিত হয়েছে খাদ্য নিরাপত্তা।  খাদ্যের উৎপাদন যতই বাড়ুক, খাদ্যপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে পারেনি সরকার। দাম পাচ্ছেননা কৃষক। বাজারের নিয়ন্ত্রন অসাধু চক্রের হাতে। তাই সবার জন্য খাদ্য নিশ্চিত করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলএ মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা।  দেশের খাদ্যশস্যের উৎপাদন যেহেতু বেড়েছে তাই এখন পুষ্টি নিয়ে সচেতন থাকতে হবে। নিশ্চিত করতে হবে সবার জন্য নিরাপদ খাদ্যের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।