সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় একটি অশুভ চক্র নানা অপপ্রচার চালাচ্ছে ও উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের উদ্দেশ্য সফল হবে না।রোবাবার সকালে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে সরকার এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এ হত্যার সুষ্ঠু বিচার হবে। এ হত্যা নিয়ে যার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে।মন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না, ইতোমধ্যে সরকার তা প্রমাণ করেছে। যেকোনো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার।অপরাধী যে দলেরই হোক তাদের বিচারের আওতায় আনা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।গত ৩১ জুলাই ঈদের আগের রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। তার গাড়িতে থাকা তার সঙ্গী সিফাতের ভাষ্যমতে, সিনহাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদ ছাড়াই চেকপোষ্টে গাড়ি থেকে নামতে বলে গুলি ছুঁড়ে হত্যা করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলী।এ ঘটনায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বোন। ইতোমধ্যে সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীসহ ৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।