ঢাকামঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

গিনি ও কঙ্গোতে ইবোলা ভাইরাসে ১৪ জ‌নের মৃত্যু।

আন্তর্জাতিক ডেস্ক।
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

আফ্রিকার দুই দেশ গিনি ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে (ডিআরসি) এ পর্যন্ত ১৪ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত এবং নয়জনের মৃত্যু হয়েছে। সোমবার আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) একথা জানায়। খবর সিনহুয়ার।

৫৫ সদস্য বিশিষ্ট আফ্রিকান ইউনিয়নের বিশেষায়িত স্বাস্থ্যসেবা সংস্থা আফ্রিকা সিডিসি জানায়, এ দুই দেশে ইবোলা ভাইরাসে মৃত্যু হার ৬৪.৩ শতাংশ।

আফ্রিকা সিডিসি জানায়, সর্বশেষ খবর অনুযায়ী ডিআরসিতে নতুন করে একজন ইবোলায় আক্রান্ত ও দু’জনের মৃত্যু হয়েছে এবং এ ভাইরাসের সংক্রমণ থেকে নতুন করে কেউ সুস্থ হয়ে উঠেনি। তারা আরো জানায়, গিনির এন’জারাকোরে নতুন করে তিনজন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে ১১ হাজার ৩শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ২৮ হাজার ৬শ’ জনের বেশি আক্রান্ত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।