ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২০ ৪:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

জার্মানিতে একটি অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় সোলিনজেন শহর থেকে এই মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় পুলিশ।

এ নিয়ে দেশটির গণমাধ্যম বিল্ড জানায়, পাঁচ শিশুর মৃত্যুর খবরটি পুলিশকে টেলিফোনে জানায় হত্যাকারীর দাদি। তিনি জানান, তার নাতনি নিজের পাঁচ শিশুকে হত্যা করেছেন এবং আর এক শিশুসহ বাসা থেকে বেরিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১, ২, ৩, ৬ ও ৮ বছর বয়সী পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করে।
ঠিক কেন তাদের হত্যা করা হয়েছে এনিয়ে পুলিশ তদন্ত করবে বলেও জানিয়েছে। ‘আমরা জানি না এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী। আমরা ওই নারীকে জিজ্ঞাসাবাদ করব।’
পাঁচ সন্তানকে হত্যা করে বা এক শিশুকে নিয়ে বের হয়েই ক্ষান্ত হননি তিনি, সোলিনজেনের কাছে ডুসেলসর্ফের রেলস্টেশনে ট্রেনের নিচেও লাফিয়ে পড়েন।
এতে না মারা গেলেও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিল্ড। এছাড়াও পুলিশ ওই বাসা থেকে ১১ বছর বয়সী এক ছেলেকে অক্ষত অবস্থায় পেয়েছে।

দৈনিক অপরাজিত বাংলা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।