ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জোড় ক‌রে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা!

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২০ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে মো. ইউছুফ (৩২) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে।

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। গতকাল ৭ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়িস্থ নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

মো. ইউছুফউ পজেলার ফুলতলী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. সোলেমান।

স্থানীয়দের বরাতে বিজিবি সূত্র জানায়, নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় গবাদিপশুকে ঘাস খাওয়াচ্ছিলেন ইউছুফ। এ সময় সেখানে আচমকা হানা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষীরা তাকে ধরে নিয়ে যায়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

সাদিয়া আফরিন কচি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। ’বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।