ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

তফসিলকে স্বাগত জানিয়ে সারাদেশে আ. লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর পরই রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল বের করে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
সন্ধ্যা ৭টায় জাতির জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার পরপরই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিকভাবে মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগও।

dhaka_south

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে রাজধানীর ফার্মগেটে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এছাড়া পৃথক ব্যানারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগের হাজারো নেতা-কর্মী রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে।

সিরাজগঞ্জে সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলার সব উপজেলা ও ইউনিয়নে পৃথকভাবে আনন্দ মিছিল হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কিশোরগঞ্জ জেলার গৌরাঙ্গ বাজার মোড়ে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপি সমর্থকরা। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি মো. শরীফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। এর আগে শহরের স্টেশন রোড় এলাকায় একটি মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

gaibandha

গাইবান্ধায় তফসিলকে স্বাগত জানিয়ে সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রাজবাড়ীতে তফ‌সিল ঘোষণাকে স্বাগত জা‌নি‌য়ে আনন্দ মি‌ছিল ক‌রে‌ছে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও রাজবাড়ী-১ আস‌নের সংসদ সদস্য কেরামত আলীর নেতৃত্বে মি‌ছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

হবিগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবালের নেতৃত্বে একটি আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে রেলওয়ে জংশনের পার্কিং এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ধ্যায় আনন্দ মিছিল বের করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

rajshahi

রাজশাহীতে সন্ধ্যায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সাহেব বাজারে গিয়ে শেষ হয়।

বাগেরহাটের মোংলায় তফসিল ঘোষণায় আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের পৌর বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের লোকজন অংশগ্রহণ করে।

ফেনী পৌরসভা থেকে সন্ধ্যায় একটি মিছিল বের হয়ে শহরের ট্রাংক রোড প্রদক্ষিণ করে। মিছিলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্ল্যাহ খোন্দকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

dinajpur

দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি থেকে সন্ধ্যায় একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল মিছিলের নেতৃত্ব দেন।

চুয়াডাঙ্গা জেলায় পৃথক মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক টোটন জোয়ার্দ্দার, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রতিটি মিছিল শহরের শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে।

বগুড়া শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান মজনু আনন্দ মিছিলের নেতৃত্ব দেন। পরে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ হয়।

রাঙ্গামাটি শহরের বনরুপা থেকে একটি আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে ফের বনরুপা গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আশিষ কুমার চাকমা নব ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

coxbazar

কক্সবাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ও পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগ। সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড় এলাকা থেকে পৃথকভাবে এই মিছিল বের করা হয়। এতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহীনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। অন্যদিকে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়।

যশোরে সন্ধ্যায় আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি এসএম হুমায়ন কবির কবু, ধর্মবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু প্রমুখ।

মাগুরায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ। আনন্দ মিছিলে অংশ নেয় জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রাজনৈতিক দলগুলো। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের জামরুল তলা দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের চৌরাঙ্গী মোড়, ভায়না মোড়, ঢাকা রোড হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

lakhsmipur

লক্ষ্মীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের সদর থানার সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাবেক আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, সাবেক যুবলীগ নেতা মাহবুবুল হক মাহবুব, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ ভুঁইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের টহল দিচ্ছে বিজিবির সদস্যরা৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।