করোন পরিস্থিতির কারনে বাংলাদেশে আটকে পড়া বিপুল সংখ্যক ভারতীয় তাদের দেশে ফিরতে শুরু করেছেন। গত পাঁচ মাস আগে ভারত তাদের দেশের ইমিগ্রেশান বন্ধ করে দিলে বাংলাদেশে আসা ভারতীয়রা তাদের দেশে আর ফিরে যেতে পারেন নি।
শেষে সম্প্রতি ভারতীয় হাই কমিশন থেকে অনুমতিপত্র নিয়ে দেশে ফিরতে শুরু করেছেন তারা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া অন্ততঃ ৫৬৫ জন ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন।
উল্লেখ্য যে, গত ১৩ মার্চ বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে যাত্রী চলাচল বন্ধ হয়ে গেলে আটকে পড়ে বিপুল সংখ্যক ভারতীয়। অন্যদিকে ভারতে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরতে ইমিগ্রেশান ওপেন থাকলেও করোনা বিস্তার রোধে ভারত সরকার তাদের দেশের কোন ভারতীয় যাত্রী ফেরৎ নেয় নি নিজেদের দেশে। যে কারনে দীর্ঘ ৫ মাাস তারা বাংলাদেশেই আটকে ছিলেন। আটকে পড়া অনান্য ভারতীয়রা দেশে ফিরবার প্রক্রিয়ায় আছেন।