“তামান্না” ড্রাম পিং ময়লা অপসারণ এর স্থান কে ঘিরে ভুল বোঝাবুঝির কারণে পাঁচ-ছয় দিন ধরে হালিশহর বি-ব্লক বাসির ময়লা অপসারণ করতে সমস্যা হচ্ছিলো।এতে করে জনসাধারণ চরম দুর্ভোগ পোয়াচ্ছিলেন। আজ সকাল দশটার সময় তাহার সু-ব্যবস্হা করলেন, মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি। সংরক্ষিত আসন ১০,সাধারণ ওয়ার্ড ১১,২৫,২৬,চসিক। তিনি বলেন মাননীয় মেয়র মহোদয়ের সিদ্ধান্ত ক্রমে এবং তাৎক্ষণিক উপস্থিত মেয়র মহোদয়ের পি.এস.ও প্রধান ভারপ্রাপ্ত পরিচ্ছন্ন কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম ভাই এর সাথে আলাপের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে, অল্প কয়েক দিন ময়লা এই স্থানটিতে ফেলা হবে। আশপাশের জনসাধারণের কোন অসুবিধা পরিলক্ষিত হলে অন্য কোন স্থানে ময়লা অপসারণের সু -ব্যবস্হা করবেন। তিনি আরো বলেন এলাকাবাসীর কোন আবস্থাতে যাতে সমস্যা না হয়, সেদিকে আমরা সু- দৃষ্টি থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগরীকে ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণা রেখে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন, যা চট্টগ্রামবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম হয়ে উঠবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক হাব। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ সব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে না। মনে রাখতে হবে এই নগর আমার, আপনার সবার।মেয়র, কাউন্সিলরদের ওপর একক দায়িত্ব না চাপিয়ে সবাইকে এ নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন। তিনি খাল-নালায় যারা ময়লা-আবর্জনা ফেলে তাদের বিরুদ্ধে নগরবাসীকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।