ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় তিন ভারতীয় সেনা নিহত।

আন্তর্জা‌তিক ডেস্ক
অক্টোবর ৩, ২০২০ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় তিন ভারতীয় সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের অভিযোগ, কোনো ধরনের উসকানি ছাড়াই বৃহস্পতিবার পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় হতাহতের ঘটনা ঘটে।

ভারতের দাবি, পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় ভারতীয় দুই সেনা নিহত হয়েছেন কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে। অপর ভারতীয় সেনা নিহত হয়েছেন কাশ্মীরের পুঞ্চ সেক্টরে। পাকিস্তানি হামলার উপযুক্ত জবাব তারা দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, আমাদের সেনারা শত্রুপক্ষের হামলার কঠোর জবাব দিয়েছেন। ভারতীয় সেনাদের কঠোর জবাবে পাকিস্তানি পক্ষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা স্পষ্ট করেনি ভারতীয় সেনাবাহিনী।

অন্যদিকে, পাকিস্তান অভিযোগ করেছে, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের হামলায় পাকিস্তানের এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ভারতীয় বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদ জানাতে তারা ইসলামাবাদে ভারতের এক জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে।

সম্প্রতি চীনের সঙ্গে সীমান্তে ভারতের উত্তেজনা দেখা দেয়। এবার পাকিস্তানের সঙ্গে সীমান্তেও ভারতের উত্তেজনা দেখা দিলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।