ফটিকছড়ি উপজেলার লেলাং গোপালঘাটা সড়কের প্রতিক্ষিত কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ইউপি নির্বাচন বিধি ও স্বাস্থ্যবিধি রক্ষার্থে লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীনের বাসভবনে ভিডিও কনফারেন্সে সড়কটির উদ্বোধন করেন ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
এসময় সাংসদ বলেন, সাবেক সংসদ নুরুল আলম চৌধুরীর স্বপ্ন ছিল এই সড়ক, অসুস্থ অবস্থায়ও তিনি এই সড়কের জন্য আমার থেকে ডিও লেটার নিয়েছেন।বিশেষ করে এই সড়কের কাজের জন্য সবচেয়ে বেশী দৌড়াদৌড়ি করেছেন লেলাং ইউপি চেয়ারম্যান শাহীন। কারণ দৌড়াদৌড়ি না করলে এসব কাজ হয় না।শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে যৌথভাবে কাজ করতে হবে।
গোপালঘাটা গ্রামের বাসীন্দা ৭৬ বয়সী এক বৃদ্ধ বলেন, দীর্ঘ দিন থেকে এই সড়কে কোন সংস্কার না থাকায় যানবাহন চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিশেষ করে গর্ভবতী নারী আর অসুস্থ রোগীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। আমি মনে করিনি সড়কের কাজ আর দেখে যেতে পারব। শেষ বয়সে এসে শাহীন চেয়ারম্যান আমাদের এই দুর্ভোগ দূর করছে, তার প্রতি আমরা গোপালঘাটাবাসী কৃতজ্ঞ।
লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন শাহীন বলেন, আমার স্বপ্ন ছিল জনগণের সেবা করা।এই সড়কটি অনেকদিন যাবত কোন সংস্কার না হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে গ্রামবাসীর। বিভিন্ন দপ্তরে অনেক দৌড়ঝাপ করে এই সড়কের টেন্ডার ও ওয়ার্ক অর্ডার করিয়ে আমার শেষ সময়ে এই সড়কে কাজে হাত দিয়েছি। খুব দ্রুত এটির কাজ শেষ হবে।
উল্লেখ্য: এলজিইডি থেকে বরাদ্দকৃত ৩ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে ৩ দশমিক ২ কিলোমিটার কার্পেটিংয়ের কাজ পেয়েছে মহসিন এন্ড ব্রাদার্স।