থাইল্যান্ডের একটি বৌদ্ধ উপসানলয়ে বিবস্ত্র এক বাংলাদেশী নারীর মদ্যপানের ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ফারাহ হক (২৮) নামের ওই তরুণী বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় থাইল্যান্ডের উত্তরাঞ্চলে চেয়িং মাই এলাকার একটি উপসানলয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও ট্রাভেল নিউস কম ।
জানা গেছে, উপসনালয়ের প্রবেশমুখে বসে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ওই তরুণী “আপত্তিকর” বিভিন্ন কথা বলছিলেন। সেখান থেকে তাকে সরে যেতে বললে পথচারীদেরও তিনি গালি দিতে থাকেন। এ সময় ঘটনার ভিডিও করেন একজন। পরে পুলিশ এসে তাকে আটক করে স্থানীয় সুয়ান প্রুং সাইক্রিয়াটিক হাসপাতালে ভর্তি করে।
ডেইলি মেল দ্বারা প্রাপ্ত একটি ক্লিপে, হককে একটি রঙ্গিন নেভিগেশন উলঙ্গভাবে বসে এবং বাতাসে বুনোভাবে তার হাতগুলি নাড়াতে দেখা যায়। বিরতিতে, তিনি তার হাতে থাকা চ্যাং বিয়ারের ক্যান থেকে একটি চুমুক নেন এবং কাছের মানুষগুলিতে গালিগালাজ করেন। তাকে বারবার “চোক দে মি ********** আর” বলে চিৎকার করতে পাওয়া যায় – চক দে মানে থাই ভাষায় “চিয়ার্স” – এবং “আল্লাহু আকবার” – এর অর্থ উচ্চারণ করা যার অর্থ “এভরি থিং আল্লাহ [সকল কিছুর চেয়েও মহান” ” আরবিতে – পাশাপাশি। লোকেরা তাকে উপাসনালয় থেকে নীচে কথা বলার চেষ্টা করে এবং “ডাব্লু ***** তোমার অনেকগুলি” সহ বিভিন্ন বর্ণময় শব্দগুচ্ছের চিৎকার করে, সে তার বেমান প্রবণতা অব্যাহত রেখেছে … * এফ *** এখান থেকে বের করে এনেছো * ***** পেডোফিল “এবং” কুরুচিপূর্ণ সি *** “
চেয়িং মাই থানার পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সোমকিত ফুসোদ জানান, ফারাহ প্রথমে একজন পর্যটক হিসেবে থাইল্যান্ডে যান। পরে গত এপ্রিল থেকে সেখানে একজন ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করছিলেন। তিনি শহরের একটি হোস্টেলে বসবাস করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত ওই তরুণী মদ্যপ অবস্থায় ছিলেন। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে এই “ভয়াবহ” ঘটনা ঘটান। তাকে প্রথমে হাসপাতালে বিশ্রাম করতে দেওয়া হয়। তিনি স্বাভাবিক অবস্থায় আসলে তার মানসিক অবস্থা পরীক্ষা করা হয়।
এদিকে পুলিশের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, তারা এর আগেও ফারাহকে রাতে মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছেন।
লেফটেন্যান্ট কর্নেল সোমকিত ফুসোদ বলেন, “ফারাহের মানসিক অবস্থা জানার জন্য কিছু পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্ট এলেই বোঝা যাবে এই ঘটনার জন্য তাকে কতোটা জরিমানা দিতে হবে। আমরা বিষয়টি তার দেশের দূতাবাস ও এখানে পরিচিতদের জানাচ্ছি।”