বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান-এর সাথে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইন।
অ্যানি ম্যারি ট্রেভেলেইন বলেন, বাংলাদেশের অনেক অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। অর্থনৈতিক উন্নয়নে ভিয়েশন একটি গুরুত্বপূর্ণ খাত। এয়ারপোর্টের নতুন টার্মিনাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি।
তিনি বলেন, নতুন এয়ারপোর্ট দেখে মুগ্ধ হয়েছি। সেখানে নিরাপত্তাসহ অন্য ব্যবস্থাপনায় সহায়তা করতে চাই।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।