বিজয়ের মাসের প্রথম দিনে প্রায় ৪ যুগেরও বেশি সময় ধরে দখলে থাকা সড়ক সম্প্রতি উদ্ধার করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। উদ্ধার করা এসড়কটি অবশেষে উন্নয়নের আওতায় এনে “মুক্তিযোদ্ধা নুরুল আলম সড়ক” নামে নামকরণ করা হয়।
আজ (মঙ্গলবার) সকালে হাটহাজারীর সকল মুক্তিযোদ্ধা একত্রিত হয়ে এ সড়কটির ফলক উন্মোচন করে উদ্বোধন করেন।
১’শ মিটার দৈঘ্যের সড়ক এবং ড্রেইন নির্মানের কাজে হাত দেয় উপজেলা প্রশাসন। স্থানীয় গার্লস স্কুল এবং পশু হাসপাতাল সড়ককে সংযুক্ত করা হচ্ছে এই নতুন সড়ক। বিজয়ের মাসে কৃতজ্ঞত স্বরূপ একজন বীর মুক্তিযোদ্ধার নামে নামকরণ করা হয় এই সড়ক। এ মহৎ কাজের ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধাগন এবং এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।