ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মহাবিপর্যয়ের ইঙ্গিত! মা দুর্গার আগমন ও গমন এবার কীসে?

অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবছরের মতো এবারও বাঙালিদের প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে আজ।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে এদিন ভক্তদের ডাকে মর্ত্যলোকে অবস্থান করছেন দুর্গা।

প্রতিবছরই মর্ত্যলোকে আসতে বা নিজ বাসস্থান কৈলাসে ফিরে যেতে দেবী দুর্গার রয়েছে বিশেষ বাহন। কিন্তু কেন, তা কি জানেন?

হিন্দুশাস্ত্রে, প্রতিবছর দেবী দুর্গার আগমন ও গমন হয় বিভিন্ন বাহনে চড়ে। এ বাহন নিজেদের নয়।

হিন্দু পঞ্জিকা অনুসারে, দেবী দুর্গা ও তার পুত্র-কন্যার নিজস্ব বাহন থাকলেও দুর্গাপূজায় দেবীর আগমন ও প্রস্থান আলাদা বাহনে হয়ে থাকে।

পঞ্জিকায় উল্লেখ করা হয়েছে, দেবীর এই আলাদা বাহনে আগমন ও গমনের ওপরই নির্ভর করে মর্ত্যলোকে সারা বছরের পরিস্থিতি।

তাই আগমন ও গমনের বাহন দিয়েই মর্ত্যবাসীকে ভবিষ্যৎ সম্পর্কে আগাম ধারণাও দেন দেবী।

দেবীর দুর্গার শক্তি মর্ত্যলোকে অবস্থান করে দুর্গাপূজার সপ্তমী তিথিতে।
আর পূজার দশমীর দিন এ শক্তি মর্ত্যলোক থেকে ফিরে যায় স্বর্গলোকে।
প্রতীকী অর্থে যা দেবী দুর্গার গমন বলা হয়ে থাকে।
 
শাস্ত্রমতে, দেবী দুর্গার এ আগমন ও গমন সপ্তাহের কোনবারে পড়েছে তার ওপর ভিত্তি করে জানা যায়, দেবী দুর্গার বাহনের নাম। যেমন:
 
১। সপ্তমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘোটক বা ঘোড়া।
২। সপ্তমী রোববার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি।
৩। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা।
৪। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি।
সপ্তমীর মতো একইভাবে নির্ধারণ করা হয় দেবীর দুর্গার গমনের দশমীর দিন। যেমন:
 
১। বিজয়া দশমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘোটক বা ঘোড়া।
২। বিজয়া দশমী রোববার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি।
৩। বিজয়া দশমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা।
৪। বিজয়া দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি।
 
হিন্দুধর্মমতে, দেবীর আগমন ও গমন একই বাহনে সাধারণত হয় না।
যদি কোনো বছরে তা হয় তা মহাবিপর্যয় ও খুবই অশুভ ইঙ্গিত বহন করে।
এ ছাড়া দেবী দুর্গার বাহন ঘোটক বা ঘোড়া, গজ বা হাতি, নৌকা কিংবা দোলা বা পালকির রয়েছে বিভিন্ন অর্থ। যেমন:
১। ঘোটক বা ঘোড়া: যদি দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল “ছত্র ভঙ্গ স্তুরঙ্গমে”
অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায় বোঝায়।
এ বাহনের মাধ্যমে দেবী ভক্তদের ইঙ্গিত দেন রাজায়-রাজায় বা রাষ্ট্রে-রাষ্ট্রে যুদ্ধ সূচনার।
যার ফলে সমাজে দেখা দেবে সামাজিক ও রাজনৈতিক স্তরে ধ্বংস ও অস্থিরতা।
২। গজ বা হাতি: হিন্দুশাস্ত্রে দেবী দুর্গার উৎকৃষ্টতম বাহন হিসেবে বিবেচিত গজ বা হাতি।
যদি মা দুর্গা হাতিতে চড়ে আগমন বা গমন হয় তবে
এর অর্থ কোনো মহামারী, অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি ছাড়াই মর্ত্যলোক ভরে ওঠে সুখ-শান্তি-সমৃদ্ধিতে।
এ বাহনে আগমন বা গমনের মাধ্যমে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ারও ইঙ্গিত দেন দেবী।
৩। নৌকা: দেবী দুর্গার আগমন বা গমন নৌকা হলে এর অর্থ পৃথিবীতে প্রবল বন্যা ও খরার শঙ্কা রয়েছে।
একই সঙ্গে সম্ভাবনা রয়েছে পৃথিবী শস্য শ্যামলে ভরে ওঠার।
৪। দোলা বা পালকি: শাস্ত্রে উল্লেখ রয়েছে, “দোলায়াং মকরং ভবেৎ” অর্থাৎ দেবী দুর্গা দোলায় বা
পালকিতে করে আসার অর্থ হলো পৃথিবীতে মহামারী
বা মরক, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অতিমৃত্যুর শঙ্কা রয়েছে।
বছরের এ শঙ্কা ভক্তদের আগাম জানিয়ে দিতেই ধরাধামে
নেমে আসতে কিংবা কৈলাশে ফিরে যেতে এ বাহনে চড়েন দেবী দুর্গা।
চলতি বছরের তিথি অনুযায়ী, আগামীকাল শনিবার
( ২১ অক্টোবর) এবারের শারদীয় দুর্গা পূজার সপ্তমী দিন পড়েছে।
শাস্ত্র অনুযায়ী তাই বলা যায়, এবার মা আসছেন ঘোটক বা ঘোড়ায় করে।
একইভাবে বিজয়া দশমী মঙ্গলবার ( ২৪ অক্টোবর) হওয়ায় ঘোড়ায় করেই মা কৈলাশে ফিরবেন।
অর্থাৎ এবারের দুর্গা পূজায় মা দুর্গার আসা ও যাওয়া, দুটোই হবে ঘোড়ায়।
এর মাধ্যমে ভক্তদের এ বছর সামাজিক, রাজনৈতিক, সামরিক অস্থিরতা ও ধ্বংসের ইঙ্গিত দিচ্ছেন শক্তির দেবী মা দুর্গা।
তাই আগামী এক বছর অশুভ প্রভাব থাকবে বলে আশঙ্কা করছেন শাস্ত্রজ্ঞরা। সূত্রঃ সময়নিউজ.টিভি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।