ঢাকাবৃহস্পতিবার , ৭ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মোর খবর ছেপে দেওয়ায় টিন ও টাকা পানুং সরকারি ঘরও পাইম – কদবানু।

আসাদ হোসেন রিফাত, লালমনিরহাট প্রতিনিধি।
জানুয়ারি ৭, ২০২১ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মুন্সির বাজার  এলাকার ৭৫ বছর বয়সী অসহায় সেই কদবানু।
বুধবার  (৬ জানুয়ারী ) বিকেলে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের ২ বান্ডিল ঠেউ  টিন  ৬ হাজার টাকার একটি চেক, শুকনো খাবার এবং শীতবস্ত্র  কদবানুর বাড়ীতে পৌঁছে দিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান।
কদবানুকে  নিয়ে গত  ৫ জানুয়ারী  বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে “সরকারি ঘরের আকুতি পূরণের অপেক্ষাই এখন “কদবানু’র” স্বপ্ন” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সেটি নজরে আসে সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ মহোদয়ের এবং উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের।
প্রতিবেদনটি নজরে আসার সঙ্গে সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী ও জেলাপ্রশাসক মহোদয় কদবানুকে সহায়তা দেওয়ার নির্দেশ মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান কদবানু’র বাড়ীতে ঠেউটিন,চেক,শুকনো খাবার ও শীতবস্ত্র পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মোঃ মুর্শিদ হক।
সহায়তা পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েছেন কদবানু । অশ্রুশিক্ত হয়ে তিনি বলেন , মন্ত্রী স্যারের সহায়তা পানুং। ইউএন স্যার  সরকারি ঘর দিতে চাইলো। সাংবাদিক বাবারা দূতের মতো এসে মোর ভাঙা ঘরের ছবি দিয়ে খবর ছাপায়। মোর খবর ছেপে দেওয়ায় টিন ও টাকা পানুং সরকারি ঘরও পাইম। ঘর পাওয়ার খবর শুনে মোর পরাণটা জুড়িয়ে গেল! আল্লাহ মন্ত্রী স্যার,ইউএনও স্যার,এসিল্যান্ড স্যার এবং পিআইও স্যারের সবসময় মঙ্গল করুক।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান বলেন, খ তালিকায় সরকারী ঘর বরাদ্ধ আসলে কদবানু কে একটি ঘর দেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।