বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর এর উদ্যেগে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, রাষ্ট্র নায়ক শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষে আজ রোজ শুক্রবার বাদ জুমা জমিয়তুল ফালাহ্ জামে মসজিদে মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এসময় যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারীর সংকট কাটিয়ে বাংলাদেশের অর্থনীতিসহ সব ক্ষেত্র নতুন উদ্যামে এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে লক্ষ্য ঘোষণা করেছেন তখন তা অর্জন করেছেন। তিনি শুধু বাংলাদেশের নেতৃত্বই দিচ্ছেন না বিশ্ব অঙ্গনেও নেতৃত্ব দিচ্ছেন। জাতিসংঘের অধিবেশনে তিনি বিশ্বের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ ঘোষিত সময়ের আগেই উন্নত দেশের লক্ষ্য অর্জন করবে। এজন্য যুবকদের জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে দেশবাসীকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রম করতে হবে। উক্ত মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন জমিয়তুল ফালাহ্ জামে মসজিদের খতিব আলহাজ্ব মওলানা ক্বারী সৈয়দ আবু তালেব মোঃ আলাউদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, মহানগর যুবলীগ সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, হাফিজ উদ্দিন আনসারী, রেজা উল্লাহ খোকন, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।